✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় – ১৯৪৯ সালের ২৩ জুন। গঠনের স্থান ঢাকার রোজ গার্ডেন।
✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন – মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন – শামসুল হক (টাঙ্গাইল)।
✬ পৃথিবীতে ভাষা রয়েছে – ৬০০০ এর বেশি।
✬ যুক্তফ্রন্ট গঠিত হয় – ৪ টি দল নিয়ে।
✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ন সম্পাদক ছিলেন – শেখ মুজিবুর রহমান।
✬ ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল – আওয়ামী লীগের।
✬ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয় – ১৯৫৫ সালে।
✬ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় – ১৯৫৩ সালের ১৪ নভেম্বর।
✬ শহীদ দিবস পালন শুরু হয় – ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।
✬ শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – ইউনেস্কো (UNESCO)।
✬ ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।
✬ যুক্তফ্রন্টের ইশতেহার ছিল – ২১টা।
✬ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৫৪ সালের মার্চে।
✬ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসনছিল – ২৩৭ টি।
✬ যুক্তফ্রন্ট আসন লাভ করে – ২২৩ টি।
✬ ২১ দফার প্রথম দফা ছিল – বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
✬ যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন – এ.কে ফজলুল হক (১৯৫৪ সালের ৩ এপ্রিল)।
✬ যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল – ৫৬ দিন।
✬ যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে – ১৯৫৪ সালের ৩০ মে। বরখাস্ত করেন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।
✬ ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৪৮ সালের ১৫ মার্চ।
✬ ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে।
✬ মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার কথা ঘোষণা দেন – ১৯৪৮ সালের ২১ মার্চ।