✬ বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে – ১৯৫৬ সালে।
✬ বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্রেরণা দিয়েছিল – ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
✬ ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম – কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
✬ আলাউদ্দিন আল আজাদ রচনা করেন – স্মৃতির মিনার কবিতাটি।
✬ ভাষা আন্দোলনের গান – আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি (আব্দুল গাফফার চৌধুরী)।
✬ আব্দুল লতিফ রচনা করেন – ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।
✬ সভায় সিদ্ধান্ত হয় – ১০ জন করে মিছিল করবে ।
✬ শহীদ শফিউর মৃত্যুবরণ করেন – ১৯৫২ সালের ২২ফেব্রুয়ারি ।
✬ প্রথম শহীদ মিনার নির্মান করা হয় – ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ।
✬ প্রথম শহীদ মিনার উদ্বোধন – ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি ।
✬ প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন – ভাষা শহীদ শফিউরের পিতা ।
✬ একুশে ফ্রেব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন – চট্টগ্রামের কবি মাহবুব উল আলম ।
✬ মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন – কবর নাটক ।
✬ জহির রায়হান রচনা করেন – আরেক ফাল্গুন উপন্যাস ।