বাকেরগঞ্জ তথা বন্দুকের বরিশাল: বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৭৯৭ সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়।
আজকের আয়োজনে আমরা জানবো বন্দুকের বরিশাল সম্পর্কে অজানা সব তথ্য,
একটি বিখ্যাত প্রবাদ রয়েছে‘আইতে শাল, যাইতে শাল / তার নাম বরিশাল‘ । বরিশালের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তি থেকে জানা যায়, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো; আর শাল গাছ থেকেই ‘বরিশাল’ নামের উৎপত্তি। আবার, কেউ কেউ দাবি করেন যে, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায়, গিরদে বন্দরে (গ্রেট বন্দর) ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে ‘বরিসল্ট’ বলতো। আবার, অনেকের ধারণা, এখানকার লবণের দানাগুলোর আকার বড় বড় ছিল বলে ‘বরিসল্ট’ বলা হতো। পরবর্তিতে এ শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে।
- বাংলাদেশি গারো উপজাতিদের জীবন – bangladesh tribal life
- বাংলাদেশ ২৩৩ রানে অলআউট – মুমিনুলের সেঞ্চুরিতে লড়াই
- চট্টগ্রাম বন্দরের অগ্নিকাণ্ড – নিয়ন্ত্রণে বন্দর ও কোস্টগার্ড
- যেসব ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা গায়েব হয়ে যেতে পারে
- বাংলাদেশ গরীব রাষ্ট্র নয় বিভিন্ন দেশে মিলছে সম্পদের খোঁজ
ব্রিটিশ শাসনামলে বাকেরগঞ্জের বরিশাল সিভিল সার্জন প্রথমে বন্দুকের বরিশাল সম্পর্কে বলেছিলেন।
প্রতিবছর বর্ষাকালে অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গভীর সমুদ্র থেকে আগুনের শব্দ অথবা কামানের গোলার শোনা যেত। ব্রিটিশরা ভেবেছিল যে জলদস্যুরা সেখানে হামলার প্রস্তুতি নিচ্ছে।
কিন্তু কখনো কোন জলদস্যু সেখানে পাওয়া যায় নি। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে এক বা একাধিক কামানের গোলার শব্দ শোনা গিয়েছিল।
তবে এই রহস্যটি কেউ আবিষ্কার করতে পারে না। কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতেও এই কামানের শব্দ নিয়ে লিখেছেন। ১৯৫০ সাল থেকে এই রহস্য কামানের শব্দ আর শোনা যায় নি।